অয়েলথ পিনাট অয়েল – Exᴛʀᴀᴏʀᴅɪɴᴀʀʏ Cᴏᴏᴋɪɴɢ Oɪʟ.
প্রাকৃতিক পদ্ধতি এবং হাতে বাছাই করা চিনাবাদামের বীজ থেকে উৎপাদিত ও অত্যাধুনিক প্রযুক্তিতে পরিশোধন করে আমরা আপনাকে সেরা মানের তেল সরবরাহ করি। তাই পরিবারের সবার স্বাদ ও সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের রান্না হোক অয়েলথ পিনাট অয়েলে ।
অয়েলথ পিনাট অয়েল এর জানা ও অজানা গুনাগুন :
১। বাদামে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট এবং ফ্যাটি এসিড যা খারাপ কোলেস্টেরল কমিয়ে থাকে। এছাড়াও বাদামের তেলের রয়েছে প্রচুর পরিমাণে ভালো কোলেস্টেরল।
২। অয়েলথ পিনাট অয়েলে বিদ্যমান পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
৩।পুষ্টির অভাবজনিত রোগব্যাধিকে নিয়ন্ত্রণ করে। তাছাড়াও কাশি, সর্দি জ্বর মাথা ব্যাথা ও শারীরিক দুর্বলতা কমাতে ভূমিকা রাখে অয়েলথ পিনাট অয়েল।
৪। অয়েলথ পিনাট অয়েলে রয়েছে উচ্চমাত্রার ফাইবার, চর্বি ও ভিটামিন-ই যা নিয়মিত খেলে শরীরের, ত্বকের এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই সাথে শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ অপসারণ করে যার কারণে ত্বক উজ্জ্বল হয়।
৫। অয়েলথ পিনাট অয়েলে রয়েছে উচ্চমাত্রার ফ্যাট ও ক্যালরি তাই এই তেল রান্নায় ব্যবহার করলে পেটে খাদ্য চাহিদা কমে যায়। যার ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণে অনীহা আসে ফলে খাদ্য কম গ্রহন করে এবং ওজন কমে থাকে। তাছাড়াও উপকারী চর্বি থাকায় তা শরীরে মেদ হিসাবে জমতে পারে না।
৬। এই তেলে রয়েছে প্রায় ৫০% উপকারী চর্বি। এছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম, নায়াসিন, কপার, অলীক এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
৭। অয়েলথ পিনাট অয়েল-এ প্রচুর পরিমানে ফাইবার থাকে ফলে খাদ্য তালিকা বাদাম তেল থাকলে শরীরের হজম শক্তি বৃদ্ধি পায়।
৮। বাদাম তেলের ম্যাগনেসিয়াম রক্তের শর্করার মাত্রা কমিয়ে রাখতে ও ভালো চর্বি শরীরে মেদ জমতে বাধা দেয় যার ফলে অতিরিক্ত শর্করা শরীরে জমতে পারে না। নিয়মিত বাদাম তেল খেলে টাইপ টু ডায়াবেটিস ২৫ থেকে ৩৮ শতাংশ কমে যায়।