Rahul Group

রাহুল সরিষার তেলের কেন কিনবেন ও এর উপকারিতা।

রাহুল ১০০% খাঁটি সরিষার তেল বাছাইকৃত দেশী সরিষা থেকে উৎপাদিত ও অত্যাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত। কাঠের ঘানির চাপে এই তেল বের করে  অত্যাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত করা হয়। তাই রাহুল ১০০% খাটি সরিষার তেলে পাওয়া যায় ঐতিহ্যের স্বাদ। স্বাদে ও সুস্বাস্থ্যে রাহুল এ যুগের সেরা সরিষার তেল। তাই পরিবারের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিনের রান্না হোক রাহুল ১০০% খাটি সরিষার তেলে।

কেনো রাহুল ১০০% খাঁটি সরিষার তেল (Mustard Oil) কিনবেন ?

১। দেশি সরিষা বীজ থেকে তেল ভাঙানো হয়।

২। সরিষা বীজ সংগ্রহ থেকে শুরু করে তেল নিষ্কাষণ এবং প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া নিজস্ব তত্ত্বাবধানে করা হয়।

৩। কোন ধরনের আর্টিফিসিয়াল রিফাইনিং করা হয় না।

৫। BSTI (Bangladesh Standard and Testing Institution) এর অনুমোদন প্রাপ্ত এই তেল।

৬। শুধুমাত্র দেশি সরিষা বীজ ব্যবহার করা হয়।

৭। লোহা এবং তেতুঁল কাঠের সমন্বয়ে বানানো ঘানিতে এই তেল ভাঙানো হয়।

রাহুল ১০০% খাঁটি সরিষার তেলের (Mustard oil) জানা ও অজানা গুনাগুন :

১। রাহুল ১০০% খাটি সরিষার তেল খাদ্যে অধিক রুচি বৃদ্ধি করে। যেমন, সকালের আলু-ভর্তা, টাকি মাছের ভর্তা ও বিভিন্ন রুচিশীল খাদ্য বানাতে এই তেলের বিকল্প নেই।

২। এ তেলের তরকারি  স্বাধ বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, রক্তে চর্বির মাত্রা হ্রাস করে  ও হার্ট সচল রাখতে সাহায্য করে।

৩। ফ্যাট কমাতে সাহায্য করে। আগেকার দিনে আমরা সরিষার তেলের তরকারি খেতাম বলে আমাদের মেদ বা ফ্যাট কম দেখা দিতো কিন্তু বর্তমানে রেফাইন্ড করা তেল আমাদের চর্বি বা ফ্যাটের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। ফলে আমরা ঝুঁকে পড়ছি নানা রোগের রেষাকলে।

৪। রাহুল ১০০% খাটি সরিষার তেল ওজন কমাতে সাহায্য করে। এই তেল ব্যবহারে খাবার দ্রুত হজম হয় ফলে আমাদের কোনো পরিপাকযন্ত্রের সমস্যা হয় না বলে আমাদের ওজন নিয়ন্ত্রনে থাকে।

৫। চুল পড়া কমায় ও চুলকে কালো ঘন রাখতে এই তেলের ব্যবহার  করতে পরামর্শ দিয়েছেন  বিভিন্ন বিশেষজ্ঞ।

৬। শীতকালে রাহুল ১০০% খাটি সরিষার তেলের ব্যবহার  ত্বকে উষ্ণ করে তুলে এবং প্রাকৃতিকভাবে ত্বক ফেটে যাওয়া রোধ করে। 

৭। চিকিৎসাশাস্ত্রে  এই তেল বিভিন্ন কাজে ব্যবহার হয়। এছাড়া বাত-ব্যথা,জায়েন্টের ব্যথা কথাতে এই তেল বেশ উপকারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top